প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম ইলিয়াস সায়েল। এ নিয়ে দক্ষিণ আফ্রিকায় করোনায় ৩৭ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্স টাউনে ইলিয়াস নামে ওই বাংলাদেশি নাগরিক করোনা আক্রান্ত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেন।
উল্লেখ্য, একই শহরের বাংলাদেশি চিকিৎসক মুহাম্মদ ইউনুস করোনা আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।