অবশেষে দুই সপ্তাহ পর করোনামুক্ত হলেন উরুগুয়ের স্টাইকার লুইস সুয়ারেজ। গত মাসে কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন এই স্ট্রাইকার। করোনা থেকে সেরে ওঠায় শুক্রবার(৪ নভেম্বর) থেকেই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন তিনি।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই খেলতে গিয়েছিলেন সুয়ারেজ। কিন্তু ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই করোনা পজিটিভ হন তিনি। স্বভাবতই ম্যাচটিতে খেলা হয়নি তার। দুই সপ্তাহ কোয়ারেন্টিন জীবন পার করে অবশেষে নেগেটিভ হয়েছেন তিনি।
উরুগুয়ে থেকে স্পেনে ফেরার পর নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকাকালীন সতীর্থ ও কোচিং স্টাফদের বাইরে অনুশীলন করেছেন। সুয়রেজকে ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছে্ আতলেতিকোকে। যার মধ্যে রয়েছে বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া এবং চ্যাম্পিয়নস লিগে লোকোমোতিভ মস্কো ও বায়ার্ন মিউনিখ ম্যাচ।