নামাজের আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় মারা গেছেন আব্দুল কুদ্দুছ (৬৫) নামের মসজিদের একজন মুয়াজ্জিন। ঘটনাটি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদে ঘটেছে। তিনি খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জোহর নামাজের আজান দেওয়ার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার এশার নামাজের পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন।
তিনি বলেন, জোহর নামাজের জন্য আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনো আওয়াজ শুনতে
না পেয়ে মুসল্লিরা দ্রুত মসজিদের ভেতরে গিয়ে দেখেন মেঝেতে মুয়াজ্জিন পড়ে রয়েছেন।