আব্দুর রহিম: ঝিনাইদহ প্রতিনিধি
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু ও নারীসহ ১৩ জন আটক
সোমবার (৩০ নভেম্বর) ভোরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু ও নারীসহ ১৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে মাটিলা মাঠ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১জন নারী ও ২জন পুরুষকে আটক করে, শ্রীনাথপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে শ্রীনাথপুর একাশিপাড়া থেকে ১জন শিশু, ২জন নারী ও ২জন পুরুষকে আটক করে। অপরদিকে কুশুমপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে ১জন নারী ও ১জন পুরুষকে আটক করে এবং তাদেরকে পারাপারে সহযোগিতা করার জন্য ৩জন দালালকে আটক করে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।