রাত ২:২২ সোমবার ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ৫ই রমজান, ১৪৪৪ হিজরি

হোম দেশ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু ও নারীসহ ১৩ জন আটক

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু ও নারীসহ ১৩ জন আটক

লিখেছেন kajol khan
moheshpur- durantobd
Spread the love

 

আব্দুর রহিম: ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু ও নারীসহ ১৩ জন আটক

সোমবার (৩০ নভেম্বর) ভোরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু ও নারীসহ ১৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

বিজিবি সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে মাটিলা মাঠ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১জন নারী ও ২জন পুরুষকে আটক করে, শ্রীনাথপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে শ্রীনাথপুর একাশিপাড়া থেকে ১জন শিশু, ২জন নারী ও ২জন পুরুষকে আটক করে। অপরদিকে কুশুমপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে ১জন নারী ও ১জন পুরুষকে আটক করে এবং তাদেরকে পারাপারে সহযোগিতা করার জন্য ৩জন দালালকে আটক করে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More