মালয়েশিয়ায় রুবেল নামের এ বাংলাদেশির তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ২৬ নভেম্বর অভিবাসন বিভাগের অফিশিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা চেয়ে রুবেলের ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ।
৩৯ (খ) ৬৩-এর আওতায় দেশটির ইমিগ্রেশন আইনের অধীনে মামলার বিচারের উদ্দেশ্যে রুবেলের তথ্য ও সন্ধান দিতে জনসাধারণের কাছে সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ।
উল্লিখিত ব্যক্তির অবস্থান সম্পর্কে কোনো তথ্য কারো জানা থাকলে উপ-সহকারী পরিচালক (টিপিপিকে) মো. আজমউদ্দিন বিন লং, অপারেশন বিভাগ, তদন্ত ও প্রসিকিউশন, মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সদর দফতর, পুত্রজায়া, ০৩৮৮৮০১৩৩৮/১৩৩০ ০৩৮৮৮০১৫৫ নম্বরে ফোন দিয়ে জানাতে বলা হয়েছে।