দেড় মাস পার হতে না হতেই ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী পিডিপিনেত্রী মেহবুবা মুফতিকে ফের গৃহবন্দি করার অভিযোগ উঠেছে। তাঁকে ও তাঁর মেয়ে ইলতিজাকেও ফের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বয়ং মেহবুবা মুফতি।
এক টুইটে মুফতি বলেন, আমাকে বেআইনিভাবে ফের আটক করে রাখা হয়েছে। প্রশাসন আমাকে ওয়াহিদ উর রহমানের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। অথচ এখানে বিজেপির মন্ত্রী ও নেতাদের অবাধে ঘুরতে দেওয়া হচ্ছে। অন্যদের বেলায় নিরাপত্তা কোনো ইস্যু নয়, শুধু আমার বেলায় সেটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে।
এর আগে জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সময় থেকে প্রায় ১৪ মাস ধরে পাবলিক সেফটি অ্যাক্টের আওতায় আটকে রাখা হয়েছিল মেহবুবা মুফতিকে। ১৪ মাস গৃহবন্দি থাকার পর গত ১৩ অক্টোবর মুক্তি পান তিনি।
এরপর তিনি অপর কাশ্মীরি নেতা ওমর আব্দুল্লাহর সঙ্গে দেখা করে কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ ফেরানোর দাবি জানান। পাশাপাশি কাশ্মীরের পতাকা ফেরানোর দাবিও জানান তিনি। যদিও মুফতির ওই দাবিকে রাষ্ট্রদ্রোহিতা বলে দাবি করে সরব হয়েছিল ক্ষমতাসীন দল বিজেপি।