আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। আর্জেন্টিনার মিডিয়ার বরাতে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিমেইল।
প্রতিবেদনে বলা হয়েছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। সম্প্রতি বেশকিছু রোগে ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দুই সপ্তাহ পরে মারা গেলেন ৬০ বছর বয়সী ‘ফুটবল ঈশ্বর’।
গত মাসে তার সার্জারি সাকসেসফুল হয়েছিল। তবে এবার আর ফিরতে পারেননি।
ফুটবলের সমর্থক শব্দ ম্যারাডোনা। বিশ্ব ফুটবলে তার দাপট এতটাই যে, তার খেলা যারা দেখেননি তারাও তার ভক্ত।
ইতালিয়ান ক্লাব নাপোলিকে বিশ্ব দরবারে পরিচিতি এনে দিয়েছিলেন ম্যারাডোনা। খেলেছেন বার্সেলোনাতেও। তবে ১৯৮৬ সালে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে চিরস্মরণীয় হয়ে আছেন ডিয়েগো ম্যারাডোনা।