‘চিতকার’ শিরোনামের নামের একটি ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি ও অভিনেতা আদর আজাদ। ছবিটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল।
গত মাসে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে ব্যবহৃত হচ্ছে রবীন্দ্রসংগীত ‘ভালোবেসে, সখী, নিভৃতে যতনে’। সম্প্রতি এই গানটির শুটিং সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে সিনেমাটির ক্যামেরা বন্ধ করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন লোকেশনে রোম্যান্টিক আবহে গানটিতে অংশ নেন আঁচল ও আজাদ।
রবীন্দ্র সংগীতটি নতুন করে কম্পোজ করেছেন পিন্টু ঘোষ এবং রোকন ইমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাদীদ আহমেদ অর্ণব। নাচের কোরিওগ্রাফি করেছেন আলিফ।
গানটি প্রসঙ্গে পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল বলেন, এই জনপ্রিয় গানটি নতুনভাবে তৈরি করে ‘চিতকার’-এ ব্যবহার করা হয়েছে। অর্ণব খুব ভালো গেয়েছেন। আশা করছি সবার ভালো লাগবে।
চিত্রনায়িকা আঁচল বলেন, টিমের সকলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে বুঝতেই পারিনি শুটিং কখন শেষ হয়েছে। পরিচালক, সহশিল্পী, সিনেমাটোগ্রাফার, কোরিওগ্রাফার সকলেই অসাধারণ।