সাভারের কাউন্দিয়া এলাকায় স্বামীকে হাত-পা বেঁধে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে গাজীপুরের চন্দ্রা থেকে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- হোসেন আলী (২৬) ও মুন্না মিয়া (২৭)।
পুলিশ বলছে, গত বছরের ২৩ সেপ্টেম্বর রাতে সাভারের কাউন্দিয়া এলাকার একটি বাড়িতে স্বামীর হাত-পা বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে রাতভর ধর্ষণ করেন হোসেন আলী ও মুন্না। পরে ওই গৃহবধূ সাভার মডেল থানায় হোসেন আলী ও মুন্নাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আসামিদের ধরতে উন্নত প্রযুক্তি ব্যবহার করলেও ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাদেরকে ধরতে পুলিশের একটু বেগ পেতে হয়। সোমবার (২৩ নভেম্বর) সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।