আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে বড় ধাক্কা খেলো মিনিস্টার গ্রুপ রাজশাহী। টুর্নামেন্ট শুরুর আগে ইনজুরিতে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাইফউদ্দিন।
গোড়ালির ইনজুরিতে অন্তত এক সপ্তাহের আগে তার মাঠে ফেরা হচ্ছে না। সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার।
তিনি জানান, ‘সাইফউদ্দিনকে এক সপ্তাহের বিশ্রামে রাখা হয়েছে। এই সময়টা সাইফউদ্দিন পুরোপুরি মাঠের বাইরে থাকবেন। তবে ঘরে কিছু পায়ের কাজে করবেন তিনি।
হান্নান সরকার আরও বলেন, মাঠের সব ধরনের কাজ বন্ধ তার। ঘরে কিছু কাজ করবেন তিনি। এক সপ্তাহ পর বোঝা যাবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন। তাই আমরা প্রথম তিন ম্যাচে তাকে পাচ্ছি না।
উল্লেখ্য, রোববার (২২ নভেম্বর) সকালে অনুশীলনে ফুটবল খেলার সময় গোঁড়ালিতে চোট পান তিনি। পরে সাইফউদ্দিনকে ক্রাচে ভর দিয়ে বের হতে দেখা গেছে।
প্রসঙ্গত আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।