এ,আর,ডাবলু জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা থেকে প্রকাশিত পাঠকের জনপ্রিয় পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে।
সোমবার ( ২৩ নভেম্বর ) বিকাল ৪টার সময় জীবননগর প্রেসক্লাবে কেক কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিস প্রধান ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি জিএ জাহিদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম,
এছাড়াও জীবননগর জীবননগর অফিস সহকারী ও মাই টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিথুন আহম্মুদ,দৈনিক মেহেরপুর উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম মিল্টন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশেষ প্রতিবেদক, এ,আর ডাবলু, উথলী প্রতিবেদক রাসেল হোসেন মুন্না,আহম্মেদ সগীর, শহর প্রতিনিধি শাকিল হোসেন, আন্দলবাড়ীয় প্রতিবেদক, জাহিদুল ইসলাম মামুন, সীমান্ত প্রতিবেদক মোফিজ উদ্দীন, দৈনিক প্রতিদিনের কথা, সাংবাদিক পুত্র আবু সাইদ, বোরহান উদ্দিন
প্রমূখ।