গত ১০ বছরেরও বেশি সময় লা লিগায় বার্সেলোনাকে হারাতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। অবশেষে মেসির ৮০০তম ম্যাচে এসে পারলো তারা। শনিবার অ্যাটলেটিকোর মাঠে ১-০ গোলে হেরেছে বার্সা।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার পাস থেকে দলকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন ইয়ান্নিক কারাসকো।
বলের দখল নিতে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগেন প্রায় মাঝ মাঠে চলে আসেন, তবে তাকে ফাঁকি দিয়ে দূর পাল্লার শটে গোলটি করেন এই বেলজিয়ান মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে জোর প্রচেষ্ঠা চালালেও অ্যাতলেটিকোর রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারেননি মেসি-গ্রিজম্যানরা।
এই জয়ে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে অ্যাতলেটিকো। ৮ ম্যাচে দিয়েগো সিমিওনের দলের পয়েন্ট ২০। আর ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান দশে।
বার্সেলোনার হয়ে প্রীতি ও সব প্রতিযোগিতা মিলিয়ে ৮০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু এমন মাইলকফলকে পা রাখার ম্যাচটি রাঙাতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।