সকাল ১০:০৩ বৃহস্পতিবার ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ১লা রমজান, ১৪৪৪ হিজরি

হোম খেলা লা লিগায় বার্সাকে হারালো আতলেতিকো

লা লিগায় বার্সাকে হারালো আতলেতিকো

লিখেছেন sayeed
Spread the love

গত ১০ বছরেরও বেশি সময় লা লিগায় বার্সেলোনাকে হারাতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। অবশেষে মেসির ৮০০তম ম্যাচে এসে পারলো তারা। শনিবার অ্যাটলেটিকোর মাঠে ১-০ গোলে হেরেছে বার্সা।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার পাস থেকে দলকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন ইয়ান্নিক কারাসকো।

বলের দখল নিতে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগেন প্রায় মাঝ মাঠে চলে আসেন, তবে তাকে ফাঁকি দিয়ে দূর পাল্লার শটে গোলটি করেন এই বেলজিয়ান মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে জোর প্রচেষ্ঠা চালালেও অ্যাতলেটিকোর রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারেননি মেসি-গ্রিজম্যানরা।

এই জয়ে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে অ্যাতলেটিকো। ৮ ম্যাচে দিয়েগো সিমিওনের দলের পয়েন্ট ২০। আর ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান দশে।

বার্সেলোনার হয়ে প্রীতি ও সব প্রতিযোগিতা মিলিয়ে ৮০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু এমন মাইলকফলকে পা রাখার ম্যাচটি রাঙাতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More