গত অক্টোবরে ধর্মের টানে অভিনয় ছাড়ার ঘোষণা দেন বলিউড অভিনেত্রী সানা খান। ধর্মে মন বসাতে বলিউডের রঙিন দুনিয়া ত্যাগ করার ঘোষণা দিয়ে বি-টাউনে রীতিমত হৈ চৈ ফেলে দেন তিনি।
এবার ফের আলোচনায় এসেছেন সানা খান। গুজরাটের মাওলানা মুফতি আনাসকে বিয়ে করলেন তিনি। স্থানীয় সময় গত শুক্রবার মাওলানা মুফতি আনাসের সঙ্গে ধর্মীয় রীতি মেনে সানা খানের বিয়ে হয়েছে।
গুজরাটের সুরাটে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তার। বিয়েতে সাদা গাউনের সঙ্গে হিজাব পরেছিলেন সানা। আর তার বর মুফতি আনাস পরেছিলেন সাদা কুর্তা-পাজামা-টুপি।
বিয়ের অনুষ্ঠানের পর কেক কেটে উদযাপনও করতে দেখা যায় নব দম্পতিকে। তবে এই বিয়ে প্রসঙ্গে সানা খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাঁকে। পাঁচ ভাষার ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন সানা।
২০১২ সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন। সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন।