বিকাল ৫:০৭ বৃহস্পতিবার ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ১লা রমজান, ১৪৪৪ হিজরি

হোম বিনোদন এবার শাকিবের নায়িকা কৌশানি

এবার শাকিবের নায়িকা কৌশানি

লিখেছেন kajol khan
sakib_durantobd
Spread the love

 

গুঞ্জনটা অনেকদিন থেকে বাতাসে ভাসছিলো- ঢাকাই ছবির সুপারস্টার সাকিব খানের নায়িকা হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি।

তবে এতদিন বিষয়টি নিয়ে কেউ কিছু বলছিলেন না। অবশেষে সেই গঞ্জনই সত্যি হল।

শাকিব খানের ‘লন্ডন লাভ’ সিনেমার নায়িকা হিসাবে থাকবেন কৌশানি মুখার্জি।

ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।

সাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি আরো জানিয়েছে, মাস কয়েক আগেই ছবিটির জন্য কৌশানিকে চূড়ান্ত করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে।

জানা গেছে, লন্ডন, দুবাইসহ বিভিন্ন দেশে ছবির শুটিং হবে। কিছু অংশের কাজ হবে বাংলাদেশেও।

আসছে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

এদিকে শাকিব খানের আলোচিত সিনেমা ‘নবাব এলএলবি’র কাজ প্রায় শেষ। বাকি রয়েছে দুটি গানের দৃশ্যায়নের কাজ। আর এগুলো শুটিং দেশের বাইরে করার ইচ্ছা নায়কের। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হচ্ছে না। আর তাই বেশ বিরক্ত শাকিব খান। তবে এই সময়টা কাজে লাগাচ্ছেন বেশ ভালোভাবেই। মন দিয়েছেন ফিটনেসের দিকে; নিয়মিত যাচ্ছেন জিমে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More