রাত ২:৪৭ শুক্রবার ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ২রা রমজান, ১৪৪৪ হিজরি

হোম দেশ মুজিবনগরে অনুষ্ঠিত হল বিডি টাইমস নিউজের ‘বার্ষিক প্রতিনিধি সম্মেলন-২০২০’

মুজিবনগরে অনুষ্ঠিত হল বিডি টাইমস নিউজের ‘বার্ষিক প্রতিনিধি সম্মেলন-২০২০’

লিখেছেন kajol khan
bd news_durantobd
Spread the love

 

মুজিববর্ষকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে বিডি টাইম্‌স নিউজের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অনলাইন গণ মাধ্যমের ভূমিকা ব্যাপক বিস্তার লাভ করেছে, দেশের অনলাইন পোর্টালগুলো ভূমিকা চোখে পড়ার মত, পাঠকের নির্ভরতাও অনলাইনে উপর। তারই ধারাবাহিকতায় ২০১৪ সাল থেকে পথচলা শুরু হয় ‘বিডি টাইম্‌স নিউজ’ অনলাইন পত্রিকার।

স্বাধীনতার পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দেয়ার জন্য গণমাধ্যমের দায়িত্ব অন্যতম। বর্তমানে হাজারেরও বেশি অনলাইন পত্রিকার ভিড়ে বিডি টাইম্‌স নিউজ নিজস্ব স্বকীয়তায় সমতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চলেছে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে বিডি টাইম্‌স নিউজের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। ধীরে ধীরে বেড়ে ওঠা অনলাইন নিউজ পোর্টালটি রুচিশীল ও মননশীলতার পরিচয় দিয়ে জনসাধারণের মাঝে আস্থার জায়গা করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মেহেরপুরের মুজিবনগরে বিডি টাইম্‌স নিউজের বার্ষিক প্রতিনিধি সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জননন্দিত পৌর’মেয়র জনাব মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিনিধি সম্মেলনের শুভ সূচনা হয়। প্রকাশকের শুভেচ্ছা বানী উপস্থাপন করেন সম্মেলনের আহবায়ক সাংবাদিক শাহীন রেজা। শুভেচ্ছা বাণী পাঠের মাধ্যম দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। শুভেচ্ছা বানীতে প্রকাশক জেলা প্রতিনিধিদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং বিডি টাইমস নিউজকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যাক্ত করেন। এরপর একে একে বিভিন্ন জেলা প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, প্রবাসী প্রতিনিধি’সহ সকলের অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনটি রুপ নেয় এক কাঙ্ক্ষিত মিলনমেলায়।

সম্মেলনের আহবায়ক কে এম শাহীন রেজার আলোকপাত এবং সম্পাদক নোমান রহমানের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যের মাধ্যমে সম্মেলনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনের আহবায়ক শাহীন রেজা বলেন, প্রতি বছর বিডি টাইম্‌স নিউজ প্রতিনিধিদেরকে নিয়ে এমন সম্মেলনের ধারাবাকিতা অব্যাহত থাকুক, এটা আমাদের প্রত্যাশা। সম্মেলনের এই প্রত্যাশা পূরণে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।

বিশেষ করে কুষ্টিয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক বর্তমানে সুদূর আমেরিকা প্রবাসী জয় নেহাল, কাম্রুজ্জামান নাসির (কেএনবি)’সহ অনেক পৃষ্টপোষকে। বিডি টাইমস নিউজের মিডিয়া কো-অর্ডিনেটর শামস-ই-তানভীরের সঞ্চালনায় ও মেহেরপুর জেলা প্রতিনিধি মাসুদ রানার সার্বিক প্রচেষ্টায় উক্ত সম্মেলনটি সুষ্ঠু-সুন্দর সম্পন্ন হয়। সম্মেলনটি সফল্ভাবে শেষ করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিডি টাইম্‌স নিউজের সম্পাদক নোমান রহমান।
.
বিডি টাইম্‌স নিউজের বার্ষিক প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক – নোমান রহমান, রুজমিলা হক (আন্তর্জাতিক বার্তা সম্পাদক), আশরাফুল আসাদ (বার্তা-সম্পাদক), সামস-ই-তানভীর (মিডিয়া কোর্ডিনেটর), শেখ আবু সিদ্দিক (ফটো জার্নালিস্ট), রবিউল রশিদ রবি (ক্রিয়েটিভ এন্ড ব্রান্ডিং কন্সাল্টান্ট), শান্ত খান (নিউজরুম), আসিফ ইকবাল(নিউজরুম), সাফায়েত উল্লাহ্‌ (বিনোদন সাব-এডিটর), আব্দুল্লাহ-আল-মামুন(ফটো জার্নালিস্ট,সিরাজগঞ্জ), জহির সিকদার (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি), মাসুদ রানা (মেহেরপুর প্রতিনিধি), মোঃ তারিকুল ইসলাম (কুমিল্লা প্রতিনিধি), কে এম শাহিন রেজা(কুষ্ঠিয়া প্রতিনিধি),জাহিদুর রহমান তারেক(ঝিনাইদাহ প্রতিনিধি), সোহেল রানা ডালিম(চুয়াডাঙ্গা প্রতিনিধি), প্রিতম মজুমদার(ইসলামী বিশ্ববিদ্যালয়) ছাড়াও অনেক মেহেরপুর জেলা সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী।

ভার্চুয়ালি অনলাইনে আমাদের সাথে যুক্ত ছিলেন, মোহাম্মদ মহসিন (সাব-এডিটর-নিউজরুম), নিশাত আঞ্জুম সেমন্তী(কো-মিডিয়া কোর্ডিনেটর), শিরিন সুলতানা বাঁধন(নিউজরুম), মাহিমা খাতুন(নিউজরুম), তামিম রহমান রোহান(নিউজরুম), শ্রাবণ সাব্বির(বিনোদন সাব-এডিটর), হাফিজুল ইসলাম শাওন(স্পোর্টস রিপোর্টার), খন্দকার আব্দুর রউফ পাভেল(নওগাঁ প্রতিনিধি), আবু হেনা মোস্তফা কামাল(চাঁদপুর প্রতিনিধি), ফয়সাল-বিন-নয়ন(ভোলা প্রতিনিধি), মোহাম্মদ নোমান চৈাধুরী(চর-ফ্যাশন প্রতিনিধি), কে এম মিঠু (টাঙ্গাইল প্রতিনিধি), প্রসেঞ্জিত কুমার (নাটোর প্রতিনিধি), রেজা মাহমুদ (নীলফামারী প্রতিনিধি), ওমর ফয়সাল(ফটিকছড়ি-চট্রগ্রাম প্রতিনিধি), রিমন পালিত(বান্দরবন প্রতিনিধি), সৈয়দ আলী(রংপুর প্রতিনিধি), সাইফুল ইসলাম স্বপন(লক্ষ্মীপুর প্রতিনিধি), শেখ ইলিয়াস মিথুন(মাগুরা প্রতিনিধি), শাহিন আহমেদ(নরসিংদী প্রতিনিধি)’সহ বিডি টাইম্‌স নিউজের বিভিন্ন জেলা প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদক, সাংবাদিক’সহ অনেকে।

অনলাইনে যুক্ত ছিলেন, হুমায়রা তাবাসসুম(রিপোর্টার), মাহমুদা আক্তার অন্তি(রিপোর্টার), আদনান রহমান সৌরভ(রিপোর্টার), মাহাবুবুল হক(রিপোর্টার), সানজিদা কাজি(ফিচার সাব-এডিটর), নাফিস শুভ(ওয়েব ডেভেলপার), অপূর্ব লিটন(প্রধান গ্রাফিক্স), কমল সরকার(ভিডিও জার্নালিস্ট), কুদরত-ই- খোদা লিটু(নিউজ ফটোগ্রাফি কন্সাল্টান্ট), সাদমান রহমান সৌমিক(অফিসিয়াল ফটোগ্রাফার), মাহফুজুর রহমান মেরিল(ফটো জার্নালিস্ট), তানভীর আহমেদ(ফটো জার্নালিস্ট), মোহাম্মদ নাফিয-উল-আলাম জন(হেড অফ সেলস এন্ড মার্কেটিং), ফারাহ হাসান মৌটুসি(ডেপুটি হেড অফ সেলস এন্ড মার্কেটিং) আদনান রহমান(একাউন্টস এন্ড সেলস)।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিফাত ইসলাম(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মেশকাত মিশু(রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ আকরামুল ইসলাম(পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মোঃ আল-আমিন প্রামাণিক(জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), নাজমা আক্তার(বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), সুশান্ত সিনৎ’হা(নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।

এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রবাসী প্রতিনিধি কোয়েনা চক্রবর্তী (কলকাতা), নাজমুল আহসান তুহিন(ইতালি), ইয়াসমিন জাবেদা মীর(জার্মানী), শাহ্‌ আলম তপন(অস্ট্রেলিয়া), রুযমিলা হক(লন্ডন), হাসান জাবেদ শোভন(ডেনমার্ক), শাওন চৌধুরী(সুইডেন)। আরও অনেক প্রবাসী প্রতিনিধি, পাঠক-শুভাকাঙ্ক্ষীরা দেশ-বিদেশ থেকে ভার্চুয়ালি আমাদের সাথে যোগ দিয়েছিলেন।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More