ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিজের পক্ষে নেয়ার চেষ্টার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন মিশিগানের আইনপ্রণেতারা। এই রাজ্যে জো বাইডেনকে জয়ী ঘোষণার সম্ভাব্য ফলাফল পাল্টানোর আবেদন করবেন না বলে আভাস দিয়েছেন তারা। খবর বিবিসির।
হোয়াইট হাউসে শুক্রবার এক বৈঠকে পর ভোট বৈধতার বিষয়ে ‘স্বাভাবিক প্রক্রিয়া’ অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই রিপাবলিকান আইনপ্রণেতা। ফলে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
এর আগে দিনের শুরুতে জর্জিয়ার ভোট পুনর্গণনায় রুদ্ধশ্বাস লড়াইয়ে বাইডেনকে জয়ী ঘোষণা করা হলে বড় ধাক্কা খান ট্রাম্প। শুক্রবার বাইডেনের অন্তর্বর্তী টিম যখন প্রথম ১০০ দিনের অগ্রাধিকারমূলক পদক্ষেপগুলো ঠিক করেছে, তখনো হোয়াই হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘যাইহোক, আমি বিজয়ী হয়েছি।’
এদিকে জয়ের জন্য ২৭০ ইলেক্টোরালের ম্যাজিক ফিগার পার হয়ে ৩০৬টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী। ট্রাম্পের ইলেক্টোরালের সংখ্যা ২৩২টিতে গিয়ে থেমেছে। অবশ্য ভোট গণনায় ‘কারচুপির’ অভিযোগ এনে এখনো পরাজয় স্বীকার করেননি ট্রাম্প।