এরআগে বহুবার ছোটপর্দায় খলচরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে এবার বড়পর্দায় খলরূপে দেখা যাবে তাকে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্রটির নাম ‘গাঙকুমারী’।
এ প্রসঙ্গে নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, প্রথম লটের শুটিংয়ে মোশাররফ করিম থাকছেন না। তার অংশের শুটিং হবে ১৫ ডিসেম্বর থেকে। এতে নেতিবাচক দুটি চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান ও মোশাররফ করিমকে। আর গুরুত্বপূর্ণ চরিত্রে রোবেনা রেজা জুঁই অভিনয় করছেন।
মোশাররফ করিম বলেন, ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি বেশ কিছুদিন আগে। শুটিং শুরু হয়েছে সম্প্রতি। বাংলাদেশের ভাটি অঞ্চলের গল্প তুলে ধরা হবে এই ছবিতে। যেখানে ভাটি অঞ্চলের নদী, পানি, গাছ, পাখি ও আকাশের সঙ্গে মানুষের নানা সম্পর্কের গল্প বলবে। চেষ্টা করব, দর্শকদের ভালো কিছু উপহার দিতে।
‘গাঙকুমারী’র কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে একজন নবাগতাকে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থী। নাম তাহুয়া লাভিব তুরা। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। এর নায়ক একই বিভাগের ছাত্র জিসান।