‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই ছবির শুটিং চলাকালীন এই জুটিকে নিয়ে ছড়িয়ে পড়ে প্রেমের গুঞ্জন।
শুধু প্রেমের গুঞ্জন নয় এমনকি তারা দুজন বিয়ে করতে যাচ্ছেন এমন খবরও ছড়িয়ে পড়ে। তবে বাতাসে ওড়া তাদের সম্পর্কের গুঞ্জনটি বাপ্পি এবং অপু দুজনই হেসেই উড়িয়ে দিয়েছিলেন।
এদিকে নতুন করে আবারো একটি সিনেমায় জুটি হলেন বাপ্পি-অপু। এর নাম ‘প্রিয় কমলা’। সিনেমাটি নির্মাণ করছেন শাহরিয়ার নাজিম জয়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার শুটিং চলছে গাজীপুরে।
একটি ভিডিও পোস্ট করে প্রথমদিনের শুটিংয়ের কিছু অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেছেন জয়। সেখানে রোমান্টিক একটি দৃশ্যে দেখা গেলো বাপ্পি-অপুকে। রাতের আঁধারে বাঁশবাগানে চুপি চুপি দুজনে দেখা করতে এসেছেন।
অপুর হাতে কুপি বাতি ও এক প্লেট খাবার। সেখানে আছে ভাত ও নারিকেলের নাড়ু। বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে প্রেমিক বাপ্পির সঙ্গে দেখা করতে এসেছেন অপু। দুজনে যখন প্রেমালাপে মত্ত ডাক আসে অপুর বাড়ি থেকে। তিনি চলে যান।
যাওয়ার সময় বাপ্পিকে বলেন, নারিকেলের নাড়ু তোমার জন্য বানাইছি, খায়া নিও। সে সময় বাপ্পি বলে ওঠেন, কাল কিন্তু আমি রুই মাছের মাথা দিয়া ঝাল ঝোল খাবো।
পরিচালক শাহরিয়ার নাজিম জয় বলেন, এটি ‘প্রিয় কমলা’ সিনেমার একটি রোমান্টিক দৃশ্য।বাপ্পি-অপুও ভালো চেষ্টা করছেন। আশা করছি দর্শক উপভোগ করেন এমন একটি সিনেমা উপহার দিতে পারবো আমরা।
নায়ক বাপ্পি চৌধুরী বলেন, এটি ইমপ্রেসের সিনেমা। ইউনিক একটি গল্প।পরিচালক জয় ভাই আমার পছন্দের একজন মানুষ। এছাড়া অপু বিশ্বাসের সঙ্গে আবার জুটি হয়ে কাজ করা সব মিলিয়ে দারুণ লাগছে।