দেশে বেড়েছে মোবাইল সংযোগের সংখ্যা। এক মাসের ব্যবধানে দেশে মোবাইল সংযোগের সংখ্যা বেড়েছে ৯ লাখ ৬০ হাজার। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত অক্টোবর মাসের প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।
এদিকে প্রতিবেদনে অক্টোবর মাসে দেশের মোবাইল সংযোগের সংখ্যা দেখানো হয়েছে ১৬ কোটি ৮০ লাখ ৬৯ হাজার। সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার। এক মাসে সংযোগ বেড়েছে ৯ লাখ ৬০ হাজার।
দেশে গ্রামীণফোনের সংযোগ সংখ্যা ৭ কোটি ৮১ লাখ ২১ হাজার। ৫ কোটি ৪ লাখ ১৩ হাজার সংযোগ নিয়ে রবি রয়েছে দ্বিতীয় স্থানে। ৩ কোটি ৪৯ লাখ ১৭ হাজার সংযোগ বাংলালিংকের। আর রাষ্ট্রায়ত্ত মোবাইলফোন অপারেটর টেলিটকের সংযোগ ৪৬ লাখ ১৮ হাজার।