নাটকে অভিনয় করতে গিয়ে মা হয়ে জীবনযাপন করার ইচ্ছা পোষণ করেছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি ‘পরের মেয়ে’ শিরোনামের একটি নাটকে প্রভার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ানা। মূলত গল্পের জন্যই প্রভার মেয়ে আরিয়ানা।
এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘পরের মেয়ে’ নাটকে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ানা। আরিয়ানার সঙ্গে অভিনয় করতে গিয়ে, ওর আদরমাখা মুখ আর বাচ্চামিতে মনটা ভরে উঠেছে আমার।
কোনদিন তার মন খারাপ, সেটাও তার মুখ দেখে বুঝে ফেলে ছোট্ট আরিয়ানা। ওর সঙ্গে অভিনয় করার আগে কখনো মা হতে ইচ্ছে করেনি। আর তাই এখনমনে হয়, যদি আরিয়ানার মতো আমার একটা বেবি থাকত!
অভিনয়ে তার পথ চলা দীর্ঘদিনের। এক কথায় ছোটপর্দার জনপ্রিয় মুখ প্রভা। যত দিন যাচ্ছে, বাড়ছে অভিনয় দক্ষতা। ক্যামেরা-অ্যাকশন ছাপিয়ে ব্যক্তিজীবনেও তিনি খুবই উচ্ছ্বসিত এক নারী।তবে প্রভা বিভিন্ন সময় নানা কারণে সংবাদের শিরোনামে এসেছেন। মাঝে ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়েতে হয়েছে তাকে।