প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে তাদের তৈরি ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ ক্ষেত্রে কার্যকর বলে দাবি করেছে প্রস্তুতকারক মার্কিন জৈবপ্রযুক্তি কোম্পানি মর্ডানা। পরীক্ষার তৃতীয় ধাপে ৩০ হাজার মানুষের দেহে ভ্যাকসিনটি পুশ করে করে চালানো পরীক্ষার পর প্রাপ্ত ফলাফলের বরাতে কোম্পানিটি এমন দাবি করেছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের ব্যবহার শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে বলে জানিয়েছে মডার্না। সোমবারের বিবিসির অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
শেষ ধাপের ওই ট্রায়ালে যুক্তরাষ্ট্রে ৩০ হাজার মানুষের দেহে ভ্যাকসিনটি পুশ করে মডার্না। এর মধ্যে অর্ধেককে চার সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হয়। এ ছাড়া বাকিদের দেয়া নামমাত্র ইনজেকশন। সেগুলোতে ভ্যাকসিনের কোনো ডোজ ছিল না।
মডার্না আজকের দিনটিকে ‘মহান দিন’ বলে অভিহিত করলেও এটা এখনও প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফল। এখনও পূর্ণাঙ্গ ফল না আসায় ভ্যাকসিন নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনও অজানা রয়ে গেছে। পূর্ণাঙ্গ ফল আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে এ ভ্যাকসিন কতটা কার্যকর।