বিচ্ছেদের ৯ বছর পর বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার-নির্মাতা ও অভিনেতা প্রভু দেবার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। আর প্রভু নাকি তারই এক ভাইঝিকে বিয়ে করছেন। এমনই মুখোরচক খবর চাউর হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।
খবরে খুব শিগগিরই সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রভু দেবা নাকি নিজের ভাইঝিকে বিয়ে করছেন। এমনকি ভাতিজির সঙ্গে প্রভু দেবার প্রেম চলছে। তবে সেই ভাইঝির নাম এখনও প্রকাশ্যে আসেনি। প্রভু দেবাও এ বিষয়ে এখনও কিছু বলেননি।
উল্লেখ্য, ১৬ বছর সংসার করার পর ২০১১ সালে স্ত্রী রামলতার সঙ্গে প্রভু দেবার ছাড়াছাড়ি হয়ে যায়। সেই সংসারে তিনটি সন্তান ছিল প্রভু দেবার। স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকতেই তিনি দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ান। তার জেরেই রামলতা প্রভু দেবাকে ছেড়ে চলে যান।
কিন্তু নয়নতারার সঙ্গেও প্রভুদেবার সম্পর্ক টেকেনি বেশিদিন। ২০১২ সাল পর্যন্ত মাত্র তিন বছর মতো টিকে ছিল সম্পর্ক। এবার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ৯ বছর পর প্রভু দেবার বিয়ের জোরাল গুঞ্জন শোনা যাচ্ছে।