আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) দত্তনগর হিমাগারে বীজ আলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনার উপর দত্তনগর হিমাগার সেমিনার কক্ষে দুইদিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
১২ ও ১৩ নভেম্বর সকাল ১০টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত দত্তনগর হিমাগারের চুক্তিবদ্ধ ৩০ জন আলু চাষীদের নিয়ে দুইদিন ব্যাপী বীজ আলু চাষাবাদ সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
উপ-পরিচালক(টিসি) দত্তনগর হিমাগার মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত মহা-ব্যবস্থাপক(সিডিপি ক্রপস) আলু বীজ বিভাগ বিএডিসি, ঢাকা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আলী হাসান, উপ-পরিচালক, (ডি.এ.ই) খামার বাড়ি, চুয়াডাঙ্গা।