মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারের পরপরই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোনলিয়ার বিবাহবিচ্ছেদ হতে পারে বলে জোর গুজব চলছে। এর মধ্যেই গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে শ্রদ্ধাজ্ঞাপন দিবসে মেলানিয়া ট্রাম্পকে দেখা গেল সামাজিক দূরত্ব না মেনেই এক সেনাসদস্যের হাতে হাত ধরে দাঁড়িয়ে আছেন।
তাদের থেকে বেশ কিছুটা দূরে একা দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন হারার পর ওই দিনই প্রথম জনসমক্ষে দেখা গিয়েছিল ট্রাম্প দম্পতিকে। কয়েকদিন আগেই কোভিড থেকে সেরে ওঠা ট্রাম্প বা মেলানিয়া দুইজনের কারও মুখেই অবশ্য মাস্ক ছিল না।
মেলানিয়া হাত ধরে থাকা ওই সেনাসদস্যের পরিচয় এখনও জানা যায়নি। মেলানিয়ার মুখে মাস্ক না থাকলেও সেনাসদস্য মাস্ক পরেই ছিলেন। অনুষ্ঠানের পুরো সময় মেলানিয়া ওই সেনাসদস্যের হাত ধরেই দাঁড়িয়েছিলেন। যা প্রশ্ন তুলে দিয়েছে ট্রাম্প-মেলানিয়ার বিবাহবিচ্ছেদ কি তাহলে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র!