পাকিস্তানের লাহোর সেন্ট্রাল জেলের আটক থাকাকালীন মরিয়ম নওয়াজ যে বাথরুম ব্যবহার করতেন সেখানেও ক্যামেরা লাগানো ছিল বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। দেশটির প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জেলে থাকাকালীন তাকে কী কী সমস্যার মুখোমুখি হতে হয়েছিল সাক্ষাৎকারে তাও তুলে ধরেন তিনি।
মরিয়ম বলেন, আমাকে দু’বার আমাকে জেল খাটতে হয়েছে। এক জন মহিলা হওয়া সত্ত্বেও কীভাবে জেলের ভেতরে আমার সঙ্গে আচরণ করা হয়েছে সে বিষয়ে যদি বলা শুরু করি তা হলে ওরা মুখ দেখাতে পারবেন না।
আমার সঙ্গে আচরণ করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে এ দেশের মহিলারা কতটা সুরক্ষিত!
সাক্ষাৎকারে মরিয়মের আরও অভিযোগ, পাক প্রশাসন যদি তার ঘরে জোর করে ঢুকে বাবার সামনেই গ্রেফতার করতে পারে, তাহলে তারা আরও অনেক কিছু করতে পারে। এটাই প্রমাণ করছে পাকিস্তানে মহিলাদের অবস্থা কেমন। অন্য নারী কয়েদিদের ক্ষেত্রে কী ঘটছে তা আর বলার অপেক্ষা থাকে না।