নজরকাড়া গ্ল্যামার দিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমনি। শুধু চলচ্চিত্রে ভালো অভিনয়ের জন্যই নয়, প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্রের বাইরে সামাজিক কর্মকাণ্ডের জন্যও। যেসব কাজে তিনি পেয়েছেন সাধারণ মানুষের ভালোবাসাও।
চরিত্রের প্রয়োজনে বিভিন্ন সময় নানা রূপে নিজেকে ধরা দিয়েছেন পরীমনি। তবে এবার অন্য এক পরীর দেখা পাবেন দর্শক। কারণ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে মেকআপ ছাড়া অভিনয় করেছেন পরীমনি। এরই মধ্যে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে।
দেশের স্কুল খুললেই সিনেমাটি মুক্তির দেয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা।সিনেমা মুক্তির সঙ্গে স্কুল খোলার সম্পর্ক কী?
এ প্রসঙ্গে নির্মাতা রায়হান জুয়েল বলেন- আমরা চাচ্ছি, স্কুল খুললে সিনেমাটি মুক্তি দেব। কারণ আমাদের একটাই লক্ষ্য স্কুলের শিক্ষার্থীদের কাছে সিনেমাটি পৌঁছে দেয়া। সিনেমা হলের পাশাপাশি প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের কাছে নিয়ে যেতে চাই। তাই স্কুল খোলার অপেক্ষায় আছি।
নতুন রুপ প্রসঙ্গে পরীমনি বলেন- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় আমাকে মেকআপবিহীন দেখতে পাবেন দর্শক। এই সিনেমায় অর্থশতাধিক শিশুশিল্পী অভিনয় করেছে। তাদের সঙ্গে কাজ করাটাও নতুন অভিজ্ঞতা।
সরকারি অনুদানে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম। সুন্দরবনসহ বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে। প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি।