ফুফুর অনুপ্রেরণায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমিতে নাচের যাত্রা শুরু করেছেন নৃত্য শিল্পী সাউদিয়া রহমান সাফা। নাচের তালিম নিয়েছে ঢাকায় দেশের গুণি শিল্পীদের কাছ থেকে।
অল্প সময়েই দেশ-বিদেশে পেয়েছে একের পর এক সফলতা। করোনাকালীন বাড়িতে নাচের অনুশীলন আর অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সময় কাটছে এই প্রতিভাবান কিশোরী নৃত্য শিল্পীর।
জানা গেছে, নৃত্য চর্চা দিয়েই সকালটা শুরু হয় সাফার। সকাল ও সন্ধায় নিয়মিত নাচের অনুশীলন চলে বাড়িতেই। করোনাকালীন সময়ে স্কুল ও নৃত্যের অনুষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে নাচের ক্লাস ও দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এখন।
ভাল নৃত্য শিল্পীর সব গুণ থাকায় পরিবারের আগ্রহ ও সহযোগিতায় দ্রুত একের পর এক সাফল্য জমা হয়েছে তার ঝুলিতে। একক নৃত্যে সাফা শুধু জাতীয় নয় আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করেছে।
সাফার সাফল্যে তার বাবার পাশাপাশি গর্বিত এলাকাবাসীও। জীবননগরের সাংবাদিক কাজী সামসুর রহমানের মেয়ে নৃত্য শিল্পী সাফা, নবম শ্রেণির ছাত্রী। ভরতনাট্যম, মনিপুরী, লোক ও সৃজনশীল নৃত্য তার প্রিয়।