পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্বামী নাসিম মিয়ার (২৪) লিঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন স্ত্রী। ঘটনাটি মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে সৈয়দপুর শহরের উত্তরা আবাসন এলাকায় ঘটেছে। বর্তমানে নাসিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নাসিম ওই আবাসনের হাফিজ মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, রুমা খাতুন (২২) তার স্বামী নাসিমের সঙ্গে মনোমালিন্য হয়। ভোর রাতে এরই জের ধরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেয়। এ সময় নাসিমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাসিমকে প্রথমে ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
পরে কর্তব্যরত চিকিৎসক নাসিমের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নাসিমের বড় বোন আবাসনবাসী মোছা. মুক্তা নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রুমা খাতুনকে গ্রেফতার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা খাতুন ঘুমন্ত স্বামীর লিঙ্গ কেটে নেওয়ার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।