তুহিনুজ্জামান: জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ২০২০-২১ অর্থ বছরে ভুট্রা, সরিষা, পেয়াজ, গম, বোরধান এবং গ্রীষ্মকালীন মৃগ উৎপাদনের লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস,এম মুনিম লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌর সভার ৭হাজার ৩শ ৫০জন প্রান্তিক কৃষকের মাঝে, ভুট্রা, সরিষা, পেয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।