স্পেন বিএনপির উদ্যোগে মাদ্রিদে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় ৮ নভেম্বর রাতে রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল।
আলোচনা সভায় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন স্পেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি এস এম আহমেদ মনির, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল খান।
এছাড়া বক্তব্য দেন শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রানা জয়নাল আবেদীন, স্পেন যুবদলের সভাপতি কাজী জসিম, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ, স্পেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিপার আহমেদ, সাধারণ সম্পাদক আসাদ আলীসহ বিনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
সভাপতির বক্তব্যে স্পেন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মনু বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এ দিনে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সকল ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল। ৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব। সেদিন সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা।