তুহিনুজ্জামান: জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জীবননগরে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে চলাচল করার অপরাধে পথচারীদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার সময় জীবননগর শহরের টাইগার চত্বরে সামনে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন জীবননগর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে আসা এবং মাস্ক পরিধান না করার অপরাধে ১৮জন পথচারীকে ২হাজার ৪০টাকা জরিমানা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল জন্য আদেশ প্রদান করেন ।
এ সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বলেন,শীতের প্রকট বাড়ার সাথে সাথে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে পারে । এ জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চলমান থাকবে।