সকাল ৭:১৮ বৃহস্পতিবার ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ১লা রমজান, ১৪৪৪ হিজরি

হোম খেলা আইপিএল ইতিহাসে রেকর্ড গড়লেন বোল্ট

আইপিএল ইতিহাসে রেকর্ড গড়লেন বোল্ট

লিখেছেন sayeed
Spread the love

আইপিএল এর চলতি আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিট্যালস। এ ম্যাচে আইপিএল ইতিহাসে রেকর্ড গড়লেন মুম্বাইয়ের পেসার ট্রেন্ট বোল্ট।

ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই তিনি সাজঘরে পাঠিয়েছেন দিল্লির ওপেনার মার্কাস স্টয়নিসকে। আইপিএল ইতিহাসে ফাইনাল ম্যাচের প্রথম ওভারের প্রথম বলে উইকেট পাওয়ার ঘটনা এটিই প্রথম।

আইপিএলের গত ১২ আসরের ইতিহাসে মোট ছয়বার প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছে দলগুলো। সবচেয়ে কম মাত্র তৃতীয় বলে উইকেট নিয়েছিলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক অনিল কুম্বলে।

২০০৯ সালের ফাইনালে ডেকান অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টকে সোজা বোল্ড করে দিয়েছিলেন তিনি। এরপর আরও পাঁচ ফাইনালে দেখা গেছে প্রথম ওভারেই উইকেটের পতন।

আউট হওয়া ব্যাটসম্যানরা হলেন ২০১১ সালে ক্রিস গেইল (রবিচন্দ্রন অশ্বিনের চতুর্থ বলে), ২০১২ সালে গৌতম গম্ভীর (বেন হিলফেনহাসের ষষ্ঠ বলে), ২০১৩ সালে ডোয়াইন স্মিথ (মোহিত শর্মার চতুর্থ বলে), ২০১৪ সালে রবিন উথাপ্পা (মিচেল জনসনের চতুর্থ বলে) এবং ২০১৫ সালে পার্থিব প্যাটেল (রানআউট পঞ্চম বলে)।

পার্থিবের পাঁচ বছর পর আইপিএল ফাইনালের প্রথম ওভারে আউট হলেন স্টয়নিস। তাও কি না একদম প্রথম বলেই। যে কারণে বোল্টের পাশাপাশি তার নামও উঠে গেল ইতিহাসের পাতায়।

এদিকে বোল্ট শুধু আজকের ম্যাচেই দিল্লির বিপক্ষে প্রথম ওভারে উইকেট নিলেন না, চলতি আসরে তাদের বিপক্ষে আগের তিন ম্যাচেও প্রথম ওভারে আঘাত হেনেছিলেন এ কিউই পেসার।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More