বন্দর থানা পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক হত্যার মূল অভিযুক্ত এসআই আকবরকে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করেছে স্থানীয় খাসিয়ারা। তারপর সিলেট জেলা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশ।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, আকবর কানাইঘাটের ডোনা সীমান্তের ওপারে খাসিয়া পল্লিতে বসবাস করছিলেন। খাসিয়ারা কৌশল করে তাঁকে বাংলাদেশে পাঠালে পুলিশ খবর পেয়ে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় আকবর আগ বাড়িয়ে পুলিশকে নিজের পরিচয় দেন। এ সময় তাঁর বেশভূষা অনেকটা খাসিয়া পল্লিতে বসবাসকারীদের মতো ছিল। গলায় পুঁতির মালাও দেখা যায়।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা আকবরকে হাতে ও পায়ে দড়ি বেঁধে নিয়ে আসছে।