গত বছরের শেষ দিকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। এরপর প্রায় এক বছরের দীর্ঘ গ্যাপ। করোনাকালের নতুন স্বাভাবিকে আবারও কাজে ফিরেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
নতুন সিনেমা ‘ছায়াবৃক্ষ’র শুটিং শুরু করেছেন তিনি।
শুটিং শুরু করার আগে নিজেকে একটু বদলাতে হয়েছে অপুর। ছবিতে যে চরিত্রে তিনি অভিনয় করছেন, সেই চরিত্রের উপযোগী হয়ে উঠতে প্রায় তিন মাস সময় লেগেছে তার।
অপু বিশ্বাস জানিয়েছেন, ডায়েট ও শরীরচর্চা করে প্রায় ১০ কেজি ওজন কমাতে হয়েছে তাকে। তবে কত কেজি থেকে ১০ কেজি কমালেন? এমন প্রশ্ন করা হলে হেসে ফেলেন অপু। বলেন, এটা বলা যাবে না।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কত কেজি কমিয়ে শারীরিক সৌন্দর্য বাড়ালাম, সেটা গুরুত্বপূর্ণ ঘটনা নয়। চরিত্রের প্রয়োজনে সব দিক থেকেই নিজেকে তৈরি করে ক্যামেরার সামনে মানানসইভাবে উপস্থাপন করাটাই বড় ব্যাপার।’
অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে ওজন কমাব কমাব বলে আসছিলাম, কিন্তু করোনার কারণে কোনো শুটিং না থাকায় চাপ বোধ করিনি। আসলে সময়ও হচ্ছিল না। এবার শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ার কারণে বাধ্য হয়ে ওজন কমানো যুদ্ধ শুরু করি।’
নতুন এ ছবিতে চা–শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন নীরব। আরো আছেন নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সরকারের অনুদানের এ ছবির চিত্রনাট্য লিখেছেন তানভির আহমেদ। পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।