রাত ৪:০৬ শনিবার ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

হোম দেশ ৬ এমপি একসঙ্গে করোনায় আক্রান্ত

৬ এমপি একসঙ্গে করোনায় আক্রান্ত

লিখেছেন sayeed
Spread the love

একসঙ্গে একাদশ জাতীয় সংসদের ছয়জন সদস্য (এমপি) প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানিয়েছে। এই ৬জন সংসদ সদস্যের মধ্যে একজন দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্ত এমপিরা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার, নাটোর-২ (নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলা) আসনের শফিকুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি এবং তাহমিনা বেগম।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৫৯ জন। একইসময়ে নতুন করে আরও ১ হাজার ২৮৯ জনসহ ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জনে। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪১ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More