চলতি মাসের শুরুতেই খবর রটে রোশান সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর সংসার ভাঙতে চলেছে। এমনকী দু’জনের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন একসঙ্গে আর কোনো ছবিও নেই। এরপরই গুঞ্জন ছড়ায় রোশান আর শ্রাবন্তী নাকি আলাদা থাকছেন। তা নিয়ে বিনোদন দুনিয়ায় আলোড়ন উঠে যায়।
মায়ের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বড় ঘোষণার ইঙ্গিত দিল শ্রাবন্তীপুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। মায়ের সঙ্গে নিজের একটি পুরনো ছবি দেওয়ার পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেছে অভিমন্যু। সেই পোস্টের ক্যাপশনে অভিমন্যু লিখেছে, ‘বড় কিছু আসছে’।
উল্লেখ্য, ১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে টলিউডে প্রবেশ করেন শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে শ্রাবন্তী ও রাজীবের বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে ছেলে অভিমন্যু মায়ের কাছেই থাকে।
বিচ্ছেদের পর সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। এরপর গত বছরের ১৯ এপ্রিল রোশানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। আর এবার বছর পেরুতে না পেরুতে তৃতীয় বিয়েটাও কি ভাঙতে চলেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের!