সকাল ৭:৪৫ বৃহস্পতিবার ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ১লা রমজান, ১৪৪৪ হিজরি

হোম বিদেশ জয়ের সুবাস পাচ্ছেন বাইডেন

জয়ের সুবাস পাচ্ছেন বাইডেন

লিখেছেন sayeed
Spread the love

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপর থেকেই চলছে ভোট গণনা। তিন দিন পরও বলা যাচ্ছে না কে বসবেন হোয়াইট হাউজের মসনদে। কারণ প্রধান দুই প্রার্থীর ভোট ব্যবধান খুবই অল্প।

মার্কিন গণমাধ্যমের প্রকাশ করা হিসাব অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার ভোটযুদ্ধে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। নেভাদা ও পেনসিলভানিয়া রাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন এ প্রার্থী।

সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, মাত্র ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট থাকা নেভাদায় বাইডেন পেয়েছেন ছয় লাখ ৩২ হাজার ৫৫৮ ভোট, যা শতাংশের হিসাবে ৪৯.৮ ভাগ। এখানে ট্রাম্প ছয় লাখ ৯ হাজার ৯০১ ভোট পেয়ে (৪৮ শতাংশ ভোট) পিছিয়ে আছেন।

আর পেনসিলভানিয়ায় রয়েছে ২০টি ইলেকটোরাল ভোট। এখানে ৩৩ লাখ ৩৬ হাজার ৮৮৭ ভোট (৪৯.৬ শতাংশ) পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্প পেয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ৫৪ ভোট (৪৯.১ শতাংশ)।

এখন পর্যন্ত বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন। যেখানে ট্রাম্প পেয়েছেন ২১৪টি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ২৭০ ইলেকটোরাল ভোট।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More