তুহিনুজ্জামান: চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি
সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাসেম্বলীর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সভাপতি সাংবাদিক মিঠুন মাহমুদকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে যশোর জেলা পরিষদের মিলনায়তনে সেচ্ছাসেবী সংগঠন এফ,এস,ডি,ওর আয়োজনে সামাজিক ও মানবিক কাজের জন্য বিশেষ অবদান রাখায় ৬টি জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ১০জন ব্যাক্তির হাতে সম্মাননা স্বারক ও সনদ পত্র তুলে দেওয়া হয়।
সেচ্ছাসেবী সংগঠন এফ,এস,ডি,ওর প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সিভিল সাজন ডাঃ শেখ আবু শাহীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরামুদদৌলা, বীর মুক্তিযোদ্ধা মনি, যশোর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ্যাড, মাহমুদ হাসান বুলু, মনিরামপুর উপজেলা সমাজ সেবা অফিসার রোকনুজ্জামান, যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা মুনা আফরিন ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন টি এম সাইফুল আলম। এদিকে সাংবাদিক মিঠুন মাহমুদ সম্মাননা স্বারক পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন, জীবননগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এ্যাড.আকিমুল ইসলাম, সাংবাদিক জহিরুল ইসলাম, ফয়সাল মাহতাব মানিক, মাজেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসুম, হাসাদহ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান, জীবননগর শিকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির সামি মুহিত, সদস্য চাষী রমজান, তুহিনুজ্জামান, লাবনী, জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের এ আর ডাবলু, ঐশ্বর্য সাহা প্রিয়া, সাদিয়া, গঙ্গাদাশপুর যুব সংগঠনের সভাপতি শাহিন কবির, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।