জেলখানা হলো পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান। সেই জেলখানায় ঢুকে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে; যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে লসঅ্যাঞ্জেলেসে জাতীয় চার নেতা স্মরণে জেলহত্যা দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় গত (রোববার) জেলহত্যা দিবস পালন করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মাত্র ৩ মাসের মাথায় ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি তাজউদ্দীন আহমদসহ জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়।
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. রবি আলমের সঞ্চালনায় জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের সুযোগ্য কন্যা শারমিন আহমদ রিপি। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লাহ।
আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সূচনালগ্নে দেশ ও সরকার গঠনে সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দীন আহমদ এবং এএইচএম কামারুজ্জামানের অবদান, ত্যাগ ও সাহসিকতা দেশের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, সাধারণ সম্পাদক রানা মাহমুদ, স্টেট আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শামীম হোসেন, সহসভাপতি নাজমুল চৌধুরী, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম পাপ্পু, সাংগাঠনিক সম্পাদক আলী আহমদ ফারিস, উপদেষ্টা ফিরোজ আলম, সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, অসিতি বড়ুয়া, শামসুল আরেফিন বাবুল, সামসুর রহমান চৌধুরী পনির, লসঅ্যাঞ্জেলেস সিটি আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন টিপু, যুগ্মসম্পাদক একরামুল হক বাবু, স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, সহসভাপতি ফয়েজ উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক নাহিদ হাসান রুবেল, যুগ্মসম্পাদক আফরোজ আলম জয়, হেলাল উদ্দিন প্রমুখ।