মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন। বার্তা সংস্থা এপি’র পূর্বাভাস অনুযায়ী বাইডেনের হাতে আসা ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৬৪। এদিকে পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কায় এখনও ফলাফল স্পষ্ট হয়নি।
বাইডেন এরমধ্যে এগিয়ে আছেন নেভাদায়। আর জর্জিয়া আর পেনসিলভানিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেক্রমেই তিনি ব্যবধান কমিয়ে আনছেন। সবমিলে তার জয়ের সম্ভাবনা স্পষ্ট হচ্ছে।
খবর অনুযায়ী কয়েক লাখ ভোট গণনা বাকী। ১১ ইলেক্টোরাল ভোটের এই অঙ্গরাজ্যে আদতেও বাইডেন জিতবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। অ্যারিজোনায় এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে। সেখানে বাইডেন ৪৬ হাজার ২৫৭ ভোটে এগিয়ে রয়েছেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় ট্রাম্প এগিয়ে থাকলেও ব্যবধান কমে এসেছে। সেখানে ১০ শতাংশের কম ডাকযোগে আসা ভোট গণনা বাকি আছে। সব মিলিয়ে ২৬ লাখ ১৮ হাজার ৫৬৫ ব্যালটের মধ্যে ২ লাখ ৫০ হাজার ৬৬৬ ব্যালট গণনা বাকি।
এর মধ্যে ফিলাডেলফিয়াতে ৭২ হাজার ৪৭০ ব্যালট গণনা বাকি। এ শহরের ২০ শতাংশ ভোট অ্যাবসেন্টি ব্যালট বা অনুপস্থিত ব্যালট। এ অঙ্গরাজ্যটিতে মাত্র দশমিক ৬ শতাংশ ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বাইডেন যদি এখানে জিতে যান তবে অ্যারিজোনা বাদেই তার ভোটসংখ্যা ২৭০ পার হয়ে যাবে।
জর্জিয়াতে ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে। জর্জিয়াতে এখন খুবই সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার পর মাত্র ১ হাজার ৭৯৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। ডাকযোগে আসা ভোট বাইডেনকে সুবিধাজনক অবস্থায় রেখেছে। সেখানেও বাইডেন জয়ী হতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
নেভাদাতেও এখনো হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ৮৪ শতাংশ ভোট গণনার ট্রাম্পের চেয়ে বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। ৩ নভেম্বর নির্বাচনের দিন সিল মারা ডাকযোগে আসা ভোটও গণনায় ধরা হবে। সে হিসাবে ১০ নভেম্বর পর্যন্ত ভোট হিসাবের মধ্যে আসবে অঙ্গরাজ্যটিতে।
এ অঙ্গরাজ্যে ১১ হাজার ৪৩৮ ভোটে এগিয়ে ছিলেন বাইডেন। এখানে মোট ৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। এপি/ফক্সের পূর্বাভাস অনুযায়ী বাইডেন সেখানে জিতলেই তার ২৭০ ইলেক্টোরাল ভোট পূর্ণ হয়ে যাবে।
নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৭৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এখানে ৯৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এ অঙ্গরাজ্যেও ডাকযোগে আসা সব ভোট গণনায় দেরি হবে। এই রাজ্যে ট্রাম্পের জয়ের সম্ভাবনা উজ্জ্বল।