সকাল ১১:৫৮ শনিবার ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

হোম দেশ পদ্মাসেতুর ৫ হাজার ৪০০ মিটার দৃশ্যমান

পদ্মাসেতুর ৫ হাজার ৪০০ মিটার দৃশ্যমান

লিখেছেন sayeed
Spread the love

পদ্মাসেতুর ৩৬তম স্প্যান বসানো হয়েছে। আর এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ৪০০ মিটার। শুক্রবার (৬ নভেম্বর) সেতুর ২ ও ৩ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়েছে। ৩৫তম স্প্যান বসানোর ৬ দিনের মাথায় বসলো এই স্প্যানটি। আর মাত্র ৫টি স্প্যান বসলেই পুরোপুরি দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মাসেতু।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের বলেন, বৃহস্পতিবার মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি খুঁটির কাছে নিয়ে যাওয়া হয়। ওই দিন পর্যাপ্ত সময় না থাকায় আর স্প্যানটিকে পিলারের ওপর তোলা যায়নি। আজ শুক্রবার সকাল ৮টায় স্প্যান বসানো শুরু হয়।

তিনি আরও জানান, এখন পাশের ৩-৪ নম্বর পিলারে স্থাপন করা স্প্যানের সঙ্গে ঝালাই করে দেওয়া হবে। যেটি করতে কয়েকদিন সময় লাগবে। স্প্যান বসানোর সময় আশপাশ দিয়ে যাতে কোনো নৌযান চলাচল না করে সেদিকে দৃষ্ট রাখে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

পদ্মাসেতুতে মোট ৪২টি পিলারে বসানো হবে ৪১টি স্প্যান। সেতুতে ৩৬তম স্পান বসানো হলো আজ। বাকি ৫টি স্প্যান আগামী- ১১ নভেম্বর ৩৭তম স্প্যান, ১৬ নভেম্বর ৩৮তম স্প্যান, ২৩ নভেম্বর ৩৯তম স্প্যান, ২ ডিসেম্বর পিলা ৪০তম স্প্যান ও ১০ ডিসেম্বর সর্বশেষ ৪১ নম্বর স্প্যান বসবে বলে জানা গেছে।

মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আব্দুল মোমেন গ্রুপ লিমিটেড।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More