নারী আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাকে হারানোর আনন্দ নিয়ে মাঠে নেমেছিল ভেলোসিটি। কিন্তু জাহানারা আলমের ভেলোসিটি এবার বড় ব্যবধানে হেরেছে সালমা খাতুনদের ট্রেইলব্লেজার্সের বিপক্ষে।
শুক্রবার (০৫ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৫.১ ওভারে মাত্র ৪ ৭ রানেই অলআউট হয়ে যায় ভেলোসিটি। ওপেনার শেফালি ভার্মা (১৩), শিখা পান্ডে (১০) ও কাসপেরেক (১১) ছাড়া দলের আর কেউ দুই অঙ্কের ঘর পেরোতে পারেনি।
ট্রেইলব্লেজার্সের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সোফি একলেস্টোন। সালমা ২ ওভার বল করে ৪ রান দিলেও কোনো উইকেট পাননি। মামুলি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭.৫ ওভারে ১ উইকেট ৪৯ করে জয় নিয়ে মাঠ ছাড়ে ট্রেইলব্লেজার্স।