ভারতের গোয়ায় সমুদ্রের পাড়ে অশ্লীল ভিডিও শুট করার অভিযোগে বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে উত্তর গোয়া থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে তার বিরুদ্ধে গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। পুনমের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি গোয়ায় সমুদ্রের পাড়ে অশ্লীল ভিডিও শুট করেছেন। খবর জিনিউজের।
গোয়া ফরওয়ার্ড পার্টির সহসভাপতি দুর্গাদাস কামাত অভিযোগ করেছেন, রাজ্যটির চাপোলি ড্যামে ‘পর্ণ ভিডিও’ শুট করেছেন পুনম। ওই জায়গাটি ভারতের পানিসম্পদ দপ্তরের নিয়ন্ত্রণাধীন।
এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া মূলত এখানে শুটিংয়ের অনুমতি দিয়ে থাকে। তাই কীভাবে ওই জায়গায় এমন অশ্লীল শুটিং করার অনুমতি দেওয়া হলো, সেই প্রশ্নও করেছেন তিনি।
প্রশ্ন রেখে দুর্গাদাস কামাত বলেন, দিনে দিনে গোয়াকে কী নীল ছবি তৈরির জায়গা করে তোলার চেষ্টা হচ্ছে? তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ার মুখ্যমন্ত্রী এবং পানিসম্পদমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
এ ঘটনায় বিক্ষোভ করেছেন অনেক স্থানীয়। তাদের প্রশ্ন, খোলা জায়গায় কীভাবে এমন ভিডিও শুট করার অনুমতি দিলো পুলিশ? ঘটনাটিকে ঘিরে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুনম পাণ্ডে নানা সময়ে বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন। এসব বিতর্কিত কর্মকাণ্ডে প্রায়ই সংবাদের শিরোনাম হন। গত সেপ্টেম্বরে সদ্য বিবাহিত স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন।