নিজেকে খবরের শিরোনামে রাখতে জুড়ি নেই পুনম পাণ্ডের। ২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন, এমন বিস্ফোরক ঘোষণা দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন পুনম। এরপর থেকে পুনকে নানা বিতর্কের জন্ম দিয়ে খবরের শিরোনাম হতে দেখা গেছে।
শুধু বিস্ফোরক ঘোষণা নয়। একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধনগ্ন ছবি ও ভিডিও পোস্ট করে শিরোনামে এসেছেন বলিউডের এই বিতর্কিত মডেল ও অভিনেত্রী। এবার তার বিরুদ্ধে সমুদ্র সৈকতে অশ্লীল ভিডিও শুট করার অভিযোগ উঠেছে। এমনকি তার নামে এফআইআরও হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সমুদ্র সৈকতে অশ্লীল ভিডিও শুটের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে অভিনেত্রী পুনম পান্ডের বিরুদ্ধে। যদিও কে পুনম পান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, সে নাম প্রকাশ করেনি পুলিশ।
জানা গেছে, বিয়ের পর গোয়ায় যান পুনম পান্ডে। গোয়ায় থাকাকালীন কঙ্কনা সৈকতে শুটিংয়ের সময়ই পুনমের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগটি। গোয়ার চাপোলি ডামে ভিডিয়ো করছিলেন পুনম। সেই সময় গোয়া ফরওয়ার্ড পার্টির তরফে পুনম পান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।