বেশ অনেকদিনই হয়ে গেল অভিনয় জগতে পা রেখেছেন তিনি। বেশ কয়েকটি ছবিতে অনবদ্য অভিনয় করে জনপ্রিয়তাও পেয়েছেন। বয়স ৩৬। কিন্তু এখনও ‘হ্যাপিলি সিঙ্গল’। বলছিলাম টলিউডের হট অভিনেত্রী পায়েল সরকারের কথা।
হ্যাঁ পাঠক পায়েল মানেই যেন ‘ওল্ড ওয়াইন’। পায়েল মানেই চোখ ধাঁধানো রূপের সাথে নজর কাড়া বোল্ড ফিগার। বয়সের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার শারীরিক আকর্ষণ। যেমন পুরুষের বুকের ধুকপুকুনি বাড়াতে সিদ্ধহস্ত পায়েল।
সম্প্রতি ইনস্টাগ্রামে ফের নতুন একটি ছবি শেয়ার করেছেন এই সুপার হট অভিনেত্রী। কালো স্বল্প পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। বিকিনি স্টাইলে একটি গাউন পরে পোজ দিয়েছেন পায়েল। আর এতেই ঘায়েল নেটিজেনরা। এ যেন রীতিমত ঝড় উঠেছে নেট দুনিয়ায়।
এর আগেও অত্যন্ত বোল্ড অবতারে ক্যামেরায় ধরা দিয়েছিলেন পায়েল। সেই ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। পাতলা সাদা শার্ট, খোলা বোতামের ফাঁকে সুস্পষ্ট অন্তর্বাস, বক্ষবিভাজিকা। উন্মুক্ত থাই যেন উষ্ণতার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। আবেদনময়ী ভঙ্গিতে ধরা দিয়েছিলেন পায়েল।