চলচ্চিত্রে নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব উপস্থিতি চিত্রনায়িকা আইরিন সুলতানার। কখনো টপলেস, আবার কখনোবা বিকিনি পরে ফটোশুটের ছবি সামাজক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মাঝে মধ্যেই আলোচনায় আসেন তিনি। অসংখ্য বার এমন সাহসিকতার পরিচয় দিয়েছেন আইরিন।
এবার জানা গেলো শুটিং করতে গিয়ে কিডন্যাপ হলেন এই অভিনেত্রী! তবে তার এই কিডন্যাপ হওয়াটা বাস্তব জীবনে নয়। ‘ব্ল্যাক লাইট’ শিরোনামের নামে একটি সিনেমার গল্পে এমন চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু।
এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘ব্ল্যাক লাইট’ সিনেমার গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি। গল্পে আমি বাবা-মায়ের আদরের মেয়ে। যে কারণে কখনো একা কোথাও ঘুরতে যেতে দেন না। অনেক বুঝিয়ে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে যাই। সেখানে গিয়ে কিডন্যাপ হই। এরপর তৈরি হয় নানা জটিলতা।
একদিকে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ, আর অন্যদিকে হাতে থাকা সিনেমার কাজ শুরু হয়নি। তাই এই সময় নিজের বাসাতেই ছিলেন আইরিন। অনেকেই শুটিং শুরু করলেও আইরিনের ছবিগুলোর শুটিং কবে শুরু হবে তা নিশ্চিত করে কিছুই বলেননি।
উল্লেখ্য, ২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে শোবিজে প্রবেশ করেন আইরিন। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘ভালোবাসা জিন্দাবাদ’। অন্যদিকে টিভি নাটকেও অভিনয় করেছেন। এছাড়া বহু র্যাম্প মডেলিংয়ে ও বিজ্ঞাপনেও কাজ করেছেন আইরিন।