মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল পেণ্ডুলামের মতো দুলছে। কোনো কাজে জো বাইডেন তো অন্য রাজে ডোনাল্ড ট্রাম্প তার ঝাণ্ডা দুলাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে, এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে ২১টি ইলেক্ট্রোরাল ভোট বেশি পেয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন।
বািইডেন জিতেছেন ১৩১ ইলেক্টোরাল ভোট, ট্রাম্প জিতেছেন ১০৮টি।
ইলেক্ট্রোরাল ভোটে পিছিয়ে থাকলেও জনগণের ভোট এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন পেয়েছেন ৩ কোটি ৮১ লাখের কিছু বেশি ভোট। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন প্রায় ৪ কোটি ভোট।
ট্রাম্প যেসব রাজ্যে জিতেছেন সেগুলো হলো অ্যালাবামা, ইন্ডিয়ানা, কেন্টাকি, টেনেসি, নেব্রাস্কা, ওকলোহোমা, আরাকান্স, লুইজিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, সাউথ ও নর্থ ডাকোটা।
আর বাইডেন জিতেছেন রোডে আইল্যান্ডে, কানেক্টিকাট, দেলাওয়ার,ইলিনয়েস, মেরিল্যান্ড, কলম্বিয়া, নিউইয়র্ক, নিউ মেক্সিকোতে জিতেছেন বাইডেন।