বছর ঘুরতে না ঘুরতেই কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় সংসারও নাকি ভাঙতে বসেছে। গেল বছরের ১৯ মে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।
ভারতের প্রভাবশালী এই দৈনিকটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, শ্রাবন্তী ও রোশন সিং নাকি একসঙ্গে থাকছেন না। আর সেই কথা স্বীকারও করেছেন দুজন।
সংসার ভাঙনের বিষয়ে শ্রাবন্তীর স্বামী রোশন সিং টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, হ্যাঁ এটা সত্যি, আমরা এখন একই ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই। আর আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই।
এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, প্রতিটি সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় এখানেই শেষ। তবে এর অর্থ এই নয় যে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। আমরা বিষয়গুলো খুঁজে আবার নতুন করে শুরু করব।
উল্লেখ্য, ২০০৩ সালে নির্মাতা রাজিব বিশ্বাসকে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। এরপর রাজিবের সঙ্গে সর্ম্পকের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে সম্পর্কও বেশিদিন টেকেনি। এরপর ২০১৯ সালে রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেটাও এখন ভাঙনের মুখে।