তুহিনুজ্জামান জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : জীবননগরে জাতীয় পতাকা উত্তল, আলোচনা ও মাহফিলের মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জীবননগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয়, কালো পতাকা উত্তোলন, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোশাররফ হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আবু মোঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু মোঃ আঃ লতিফ অমল, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ নাসির উদ্দীন, জীবননগর উপজেলা যুবলীগ সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী।
এছাড়া আওরও বক্তব্য রাখেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান প্রমুখ।