চুয়াডাঙ্গার জীবননগরে ‘শিকড় সমাজকল্যাণ সংস্থা’র পক্ষ থেকে দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রাদান করা হলো।
সংস্থার সভাপতি সাংবাদিক সাব্বির আহমেদ মুহিতের নির্দেশনায় (২রা নভেম্বর) বিকাল ৫টায় হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের আক্তারুজ্জামানের নিজ বাড়িতে এ আর্থিক সাহায্য প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘শিকড় সমাজকল্যান সংস্থা’র সহ-সম্পাদক মিথুন মাহমুদ, নির্বাহী সদস্য হুসাইন আহম্মেদ, সাধারণ সদস্য বাদশা, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি তুহিনুজ্জামান, সদস্য হাবিবুর রহমান সোহাগ।
অর্থিক সহায়তা গ্রহণ করে শিকড়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসুস্থ অখতারুজ্জামান।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে ইজিবাইকে করে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন আখতারুজ্জামান। এ সময় বাইকের সাথে দূর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। এ ঘটনায় তার একটি পা অচল হয়ে যায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
শিকড়ের মতো অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানেও তার এ দুর্দিনে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।